মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়?
আসুন কথা বলি সর্বাধিক কমন প্রশ্ন- আমার স্মার্ট ফোন আছে। আমি কি এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো?
এই ধরনের অনেক প্রশ্ন আগেও করা হয়েছে এবং অনেকে অনেক উপদেশ ও দেয়। সেই সব উপদেশের পিছনে ধাওয়া করে শেষে তাদের কে অভিশাপ দেয়া ছাড়া আর কিছুই হয় না।
আগে নিজেকে জিজ্ঞাসা করুন।
১. টাকা উপার্জন যদি এতই সোজা তাহলে আপনার চার দিকে এত বেকার কেনো ? সবারই তো মোবাইল ফোন আছে। সবাই তো মোবাইলে উপার্জন করতে পারে। তাহলে তারা পারে না কেনো?
২. সরকার সবাই কে একটা করে মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্স এর রাস্তা বলে দিত। আর সব বেকার সমস্যার সমাধান হয়ে যেত। তাহলে সরকার করছে না কেনো?
৩. কউ যদি জানে কিভাবে মোবাইলে উপার্জন করা যায়। তাহলে সে অন্য লোকেদের বলে নিজের প্রতিযোগিতা বাড়াবে কেনো? সেতো নিজেই রোজগার করবে।
ফ্রিল্যান্সিং বিষয়টিকে কিছু মানুষ খুব সস্তা ভাবে উপস্থাপন করে। আজ কাল অনেকই ফেসবুক পেজ খুলে বিজ্ঞাপন দেয় মোবাইল দিয়ে ইনকাম করুন লাখ লাখ টাকা। আবার অনেকই ইউটিউবে ভিডিও তৈরি করে লোভনীয় থাম্বেল দিয়ে দেয় যে মোবাইল দিয়ে শিখুন ফ্রিল্যান্সিং।
আপনি মোবাইল দিয়ে বিজ্ঞাপন দেখে মাসে হয়ত ২০০ ৩০০ টাকা ইনকাম করতেই পারেন কিন্তু সেটা কে ফ্রিল্যান্সিং বলে না। ফ্রিল্যান্সিং আসলে কি এই ব্যপারটা আগে জানতে হবে বুঝতে হবে।
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।
মোবাইল দিয়ে কখন ফ্রিল্যান্সিং করা যায় না। ফ্রিল্যান্সিং একটি কাজ যা আপনাকে শিখতে হবে আর সেটা শিখতে গেলে পিসি অথবা ল্যাপটপ লাগবে। ১০০ টাকা দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স কিনে কখনও ফ্রিল্যান্সার হওয়া যায় না।
জীবনে শর্টকাট কিছুই হয় না। অনেক অনেক বছর ধরে পরিকল্পনা আর পরিশ্রম দিয়ে তবে কিছু পাওয়া যায়।