মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব?

মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব?

🔰 মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব? 🤔

♦️ যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা পসিবল কিনা। আসলে সত্যি বলতে যদি আপনি এই সেক্টরে ক্যারিয়ার গড়তে সিরিয়াস থাকেন, তাহলে আপনার একটা পিসি কিংবা ল্যাপটপ প্রয়োজন হবেই।

♦️ এখন আপনারা বলতে পারেন ক্লায়েন্ট খোঁজার কাজটা তো মোবাইল থেকেই করা যায়। হ্যাঁ! ক্লায়েন্ট হান্টিং অথবা ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করার জন্য মোবাইল দিয়ে কাজ চালানো গেলেও আপনি যখন ক্লায়েন্টদের সার্ভিস প্রোভাইড করার কাজ করতে যাবেন, তখন দেখবেন মোবাইল দিয়ে কাজ করা পসিবল হচ্ছে না।

♦️ যেমন ধরুন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এসইও ইত্যাদি ফিল্ডে কাজ করে থাকেন, তাহলে সেই ফিল্ডের কাজ গুলো প্রোপারলি করার জন্য পিসি কিংবা ল্যাপটপ থাকা মাস্ট। বিশেষ করে গ্রাফিক ডিজাইনের কাজ তো আপনি মোবাইল দিয়ে করতেই পারবেন না। কারণ যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেগুলো তো মোবাইলে ইন্সটলই করা যায় না। তখন আপনার মোটামুটি কনফিগারেশনের ল্যাপটপ কিংবা পিসি দরকার হবে।

♦️ তবে হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক বা ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো অনেকেই মোবাইল ইউজ করে প্রোভাইড করে থাকেন। আবার, অনেক ফ্রিল্যান্স কনটেন্ট রাইটার রয়েছেন, যারা লেখালেখির কাজটা মোবাইলেই করে থাকেন।

♦️ তবে সত্যি বলতে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করলে আপনি পুরোপুরি প্রোডাক্টিভ থাকতে পারবেন না। কারণ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে কাজের ওই ভাইবটাই থাকবে না। দেখা যাবে ছোট স্ক্রিনে আপনার কাজ করতে অসুবিধা হচ্ছে, মাল্টিটাস্কিং করতে পারছেননা, কাজ কমপ্লিট করতে টাইম বেশি লাগছে। তখন দেখা যাবে ফ্রিল্যান্সিং করার জন্য যে মোটিভেশন প্রয়োজন সেটাও পাবেননা।

♦️ তাই সবার জন্য পরামর্শ থাকবে, যদি আপনি সত্যিকার অর্থেই একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে চান, তাহলে কষ্ট করে হলেও একটা পিসি কিংবা ল্যাপটপ কিনে ফেলুন। মনে করুন এটা আপনার ক্যারিয়ার সাকসেসফুল করার জন্য একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *