যেভাবে ভর্তি হবেনঃ-

আমাদের এডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তির জন্য আপনাকে  ভর্তির শুরুতে ৫০% টাকা দিতে হবে এবং পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে। কোর্সের সম্পূন্ন  টাকা ভর্তির শুরুতে প্রদান করলে ৫% ডিসকাউন্ট পাবেন।

ধাপ-০১ঃ আমাদের নির্ধারিত পেমেন্ট নাম্বার গুলোতে ভর্তি ফি প্রদান করুন। যারা দেশের বাহির থেকে ভর্তি হবেন তারা আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করুন (WhatsApp ) +8801540040209

ধাপ-০২ঃ পেমেন্ট করার পর এডমিশন ফরম পূরণ করে জমা দিন। এডমিশণ ফরম পূরণ করে জমা দেওয়ার ১ থেকে ৬০ মিনিটের মধ্যে আপনার ই-মেইলে কোর্সের এডমিশন কনফার্মেশন ম্যাসেজ পাবেন।

    নোটঃ ফরমটি পূরণ করে জমা দেওয়ার ১ থেকে ৬০ মিনিটের মধ্যে আপনার ইমেইলে এডমিশন কনফার্মেশন ম্যাসেজ পাবেন এবং পরবর্তীতে ক্লাসের  যাবতীয় ইনফরমেশন আপনার ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    বিঃদ্রঃ আপনার ই-মেইলের ইনবক্সে ম্যাসেজ খুজে না পেলে,  ই-মেইলের স্পাম ফোল্ডার (Spam Folder) চেক করুন। প্রয়োজনে আমাদের সাপোর্ট নাম্বারে যোগাযোগ করুন।