Refund and Return Policy
ব্যবহারের শর্তাবলী
mritacademy ১০০% ব্যবহারকারীর সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে ক্যারিয়ার দক্ষতা বিকাশের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাচে ভর্তি হওয়ার পর স্টুডেন্ট ব্যাক্তিগত কোন কারণে ভর্তি বাতিল করতে চাইলে করতে পারবেন। অবশ্যই ভর্তি কার্যক্রম চলাকালিন সময়ে তা বাতিল করতে হবে। সিট বোকিং এর জন্য ৫% টাকা কাটা হবে, বাকি টাকা ফেরত পাবেন। কিন্তু ভর্তি কার্যক্রম বন্ধ হওয়ার পর যদি কেউ ভর্তি বাতিল করতে চান তাহলে তৃতীয় ক্লাসের আগেই বাতিল করতে হবে। এত করে ২৫% টাকা কাটা যাবে। তৃতীয় ক্লাসের পর কেউ ভর্তি বাতিল করতে চান তাহলে কোন টাকা ফেরত প্রদান করা হবে না।
ভর্তি বাতিল বা রিফান্ডের অনুরোধ পাওয়ার পর, আমাদের অ্যাডমিন টিম পর্যালোচনা করবে এবং আপনার রিফান্ডের অনুরোধের 72 ঘন্টার মধ্যে আপনাকে অনুমোদনের সম্পর্কে জানানো হবে। যদি আপনার অনুরোধ একসেপ্ট হয় তাহলে ৭২ ঘন্টার মধ্যেই আপনি টাকা ফেরত পেয়ে যাবেন ।
নোট: মনে রাখবেন, টাকা ফেরতের অনুরোধ তখনই প্রযোজ্য যখন আপনি সরাসরি mritacademy ওয়েবসাইট থেকে কোর্সটি কিনবেন এবং টাকা ফেরতের অনুরোধ কোর্স কেনার ৭২ ঘন্টার মধ্যেই তা হতে হবে ।