Student Policy

১। ক্লাস চলাকালীন বা অন্য কোনো সময় শিক্ষার্থীদের কিংবা মেয়ে শিক্ষার্থীদেরকে কটুক্তি করে কিছু বলা যাবে না। ভুল করে কোন ব্যাপারে কটুক্তি করলে বিনয়ের সাথে সংশোধন করে দিবেন অথবা অবশ্যই প্রতিষ্ঠান/ মেনটরকে অবগত করবেন।

২। প্রতিটি সম্পন্ন হওয়া  পর পরবর্তী ক্লাসে যুক্ত হওয়ার ৪ ঘন্টার আগে এসাইনমেন্ট গ্রুপে জমা দিতে হবে। কোনো সমস্যার সম্মুখীন হলে মেনটরকে জানাতে হবে। শিক্ষার্থীদের   ক্লাসের ভিডিও গুলো সংরক্ষেণ করে রাখতে হবে।  

৩।  আমাদের কোন ডাটা/তথ্য, রেকর্ডেড ভিডিও ক্লাস কিংবা মিটিং লিঙ্ক/বাহিরে কোথাও শেয়ার করা যাবে না। যেমন-  ফেইসবুক গ্রুপ, ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল এমনকি অন্য কোথাও শেয়ার বা বিক্রি করা যাবে না। যদি এরূপ প্রমাণ পাওয়া যায় তাহলে সরাসরি আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

  ৪।ব্যাচ গ্রুপে কারো নিজস্ব প্রচারণা ও কোন প্রকার লিংক শেয়ার করা যাবেনা।

৫। ব্যাচ গ্রুপে কোর্স পাঠ সর্ম্পকিত কোন পোস্ট ছাড়া অন্য কোন পোস্ট বা ব্যাক্তিগত কথপকথন কঠোরভাবে নিষিদ্ধ।

৬।ব্যাচের ক্লাসের লিঙ্ক আমাদের ফেসবুক গ্রুপসহ অন্য কোথাও শেয়ার করা যাবে না।

৭।ব্যাচের  প্রধান সাপোর্ট গ্রুপ হলো Whatsapp গ্রুপ। তাই যে কেউ যে কোন প্রাসঙ্গিক সাপোর্টের প্রয়োজনে যে কোন সময় এখানে মেসেজ করতে পারেন। ব্যাক্তিগত কথপকথন করা যাবে না। গ্রুপে কারো নিজস্ব প্রচারণা ও কোন প্রকার লিংক শেয়ার করা যাবেনা।

৮।আমাদের ব্যাচে সকল শিক্ষার্থী সবাই সর্বদা সম্মানের সহিত অন্য শিক্ষার্থীদের সাথে আচরণ করুন।

৯। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। সার্টিফিকেট কোর্স শেষ হওয়ার এক মাসের মধ্যে স্টুডেন্টদের ইমেইলে প্রেরণ করা হবে। উক্ত সময়ের আগে কারো সার্টিফিকেট  প্রয়োজন হলে ২৫০ টাকা জমা দিয়ে সাময়িক সার্টিফিকেট  নিতে পারবেন। এবং সার্টিফিকেটের সফট কপি হিসেবে প্রদান করা হবে কোন প্রকার হার্ডকপি বা প্রিন্টেড কপি প্রদান করা হবে না। পরবর্তীতে নিজ দায়িত্বে পিন্ট করে নিতে হবে।

১০। নির্দিষ্ট কোর্সে ভর্তি হওয়ার পর কনফার্মেশন ই-মেইলের মাধ্যমে সকল গ্রুপের লিংক দেওয়া হবে।  সকল গ্রুপে নিজ দায়িত্বে জয়েন হয়ে নিতে হবে। জয়েন হতে কোনো সমস্যা হলে বা জয়েন হতে না পারলে সরাসরি কল করে জয়েন হয়ে নিবেন। অন্যথা পরবর্তীতে কেউ ক্লাসে জয়েন হতে না পারলে কর্তৃপক্ষ দায়ি থাকবে না।

১১।ব্যাচে ভর্তি হওয়ার পর স্টুডেন্ট ব্যাক্তিগত কোন কারণে ভর্তি বাতিল করতে চাইলে করতে পারবেন। অবশ্যই ভর্তি কার্যক্রম চলাকালিন সময়ে তা বাতিল করতে হবে। সিট বোকিং এর জন্য ৫% টাকা কাটা হবে, বাকি টাকা ফেরত পাবেন। কিন্তু ভর্তি কার্যক্রম বন্ধ হওয়ার পর যদি কেউ ভর্তি বাতিল করতে চান তাহলে তৃতীয় ক্লাসের আগেই বাতিল করতে হবে। এত করে ২৫% টাকা কাটা যাবে। তৃতীয় ক্লাসের পর কেউ ভর্তি বাতিল করতে চান তাহলে কোন টাকা ফেরত প্রদান করা হবে না।

১২।ব্যাচ গ্রুপের থিম, ইমুজি, লগো, নাম ইত্যাদি পরিবর্তন করা যাবে  না এবং কোন ফান পোস্ট করা যাবেনা। রাজনৈতিক, ধর্মীয় উস্কানিমূলক বা ব্যক্তিগত কোন পোস্ট করা যাবে না। 

১৩। ভর্তি ফরম পূরণ করার সময় যে ই-মেইল এবং ফোন নাম্বার দিয়েছেন সেই  নম্বরে WhatsApp থাকতে হবে। সেই WhatsApp নাম্বার থেকে সাপোর্ট গ্রুপে জয়েন হতে হবে, ভিন্ন কোন নাম্বার থেকে জয়েন হতে পারবেন না। 

১৪।সপ্তাহে তিন দিন মেইন ক্লাস থাকবে এবং মেইন ক্লাসের পাশাপাশি সাপোর্ট ক্লাস থাকবে।

১৫। প্রতি শুক্রবার রাত ১০ টাকা থেকে ভোর ৫ টা পর্যন্ত ফি সেমনিারে যুক্ত হয়ে যে কোনো প্রশ্নত্তর নেওয়া যাবে এবং পাশাপশি সাপোর্টও নেওয়া যাবে।  সাপোর্ট ক্লাস সাপোর্ট টিম মেম্বার দ্বারা পরিচালিত হবে, সাপোর্ট ক্লাসে ফারাবি স্যার ক্লাস নিবেন না। বৃহঃস্পতিবার রাত ১১.৩০ থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত সাপোর্ট ক্লাস, বায়ার মিটিং সহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। বিশেষ প্রয়োজনে টিম মেম্বার থেকে সাপোর্ট নেওয়া যাবে। 

১৬। বায়ার মিটিং এর সময়সীমা শনিবার থেকে বৃহঃস্পতিবার   সকাল ১০টা থেকে রাত ২টা পর্যন্ত।

১৭।আমাদের কোন এডমিন, মেনটরস বা সাপোর্ট টিম মেম্বারের সাথে খারাপ আচারন করা যাবে না, যদি কোন এডমিন, মেনটরস  বা সাপোর্ট টিম মেম্বারের ব্যাপারে অভিযোগ থাকে প্রতিষ্ঠানকে  অবহিত করবেন।

১৯।উপরোক্ত নীতিমালার কোন শিক্ষার্থী এক বা একাধিকটি কেউ লংঘন করলে ব্যাচ থেকে বহিষ্কার করা হতে পারে এতে করে সে কোন প্রকার এডমিশন ফি ফেরত পাবেন না।