Terms & Conditions

আমরা mritacademy আপনাকে একটি উচ্চ মানের পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সার্ভিস গ্রহণের জন্য আপনাকে নির্ধারিত সকল নিয়মনীতি ও শর্তাবলী মেনে নিতে হবে। যার মধ্যে রয়েছে আমাদের গোপনীয়তা নীতি। আইনগতভাবে এসব শর্তাবলী মেনে চলতে যদি আপনার কোন আপত্তি থাকে, তাহলে আমাদের সার্ভিস গ্রহণে আপনাকে নিরুৎসাহিত করা হচ্ছে।

আমরা কোনো কারণে বা শর্তের জন্য আমাদের মানের সঙ্গে আপস করি না। এই মান বজায় রাখার জন্য আমাদের কিছু নীতি খুব কঠোরভাবে অনুসরণ করতে হবে যাকে বলা যেতে পারে ‘পরিষেবার শর্তাবলী’ বা ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’।

‘mritacademy.com ’, আমাদের প্রশিক্ষণ ও আমাদের পরিষেবা ব্যবহার করার আগে যেকোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়াতে এবং  সুস্থ সম্পর্ক বজায় রাখতে আমাদের পরিষেবার শর্তাবলী সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন ।

 

রেজিস্ট্রেশন ও আপনার তথ্য

আমাদের সার্ভিস গুলো পেতে একটি ই-মেইল এড্রেস ব্যবহার আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটি ইমেইল এড্রেস দিয়ে শুধু মাত্র একটি-ই অ্যাকাউন্টের নিবন্ধন করতে পারবেন। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, নিবন্ধনের সময় যেসব তথ্য প্রদান করেছেন সেগুলো সত্য এবং আপডেটেড। ভুল তথ্য প্রদান  করলে এবং mritacademy-এর নিয়মনীতির বিরুদ্ধে গেলে কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করার ক্ষমতা রাখে।  আপনার অ্যাকাউন্টের অননুমোদিত ব্যবহার হলে অবিলম্বে আমাদের  অবহিত করবেন। আপনার অ্যাকাউন্টের যাবতীয় কার্যকলাপের জন্য শুধুমাত্র আপনি-ই দায়ী থাকবেন।

 

কনটেন্ট ডিসক্লেইমার

কোর্সে ভর্তির আগে কোর্স সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ভর্তি হওয়ার পর। কোর্সের বিষয়বস্তু সম্পর্কে কোন অভিযোগ গ্রহণ করা হবে না। একজন ছাত্র হিসাবে, আপনি আপনার কোর্স সম্পর্কে আপনার প্রশিক্ষকদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। তবে এক্ষেত্রে কোন অপমানজনক এবং অনৈতিক আবদার গ্রহণযোগ্য নয়। 

আপনি আপনার সম্পূর্ণ সম্মতি দিচ্ছেন যে আপনি নিম্নলিখিত উল্লিখিত বিষয়গুলির সাথে একমত।

০১। কোর্স চলাকালীন কোনভাবেই একজনের জিমেইল কিংবা ফেসবুক আইডি অন্য কাউকে দিয়ে চালানো যাবে না।

০২।  ক্লাস চলাকালীন বা অন্য কোনো সময় শিক্ষার্থীদের কিংবা মেয়ে শিক্ষার্থীদেরকে কটুক্তি করে কিছু বলা যাবে না।

০৩। প্রতিষ্ঠান বা কোন মেন্টর কে নিয়ে ছোট করে আমাদের জুম সাপোর্টে কোন ধরনের কথা বলা যাবে না ।

০৪। মান্থলি পেমেন্টের টাকা পরবর্তী মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে অন্যথায় mritacademy কর্তৃপক্ষ যেকোনো সময় আপনার এডমিশন বাতিল করার সামর্থ্য রাখে ।

০৫। আমাদের কোন ডাটা/তথ্য, রেকর্ডেড ভিডিও ক্লাস কিংবা মিটিং লিঙ্ক/বাহিরে কোথাও শেয়ার করা যাবে না। যেমন-  ফেইসবুক গ্রুপ, ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল এমনকি অন্য কোথাও শেয়ার বা বিক্রি করা যাবে না। যেকোন ধরনের তথ্য অন্য কাউকে শেয়ার করলে আপনার এডমিশন যেকোনো সময় বাতিল হতে পারে ।

০৬। যতদূর সম্ভব অনলাইন ক্লাসে জয়েন থাকার চেষ্টা করতে হবে অথবা যে সময় প্রবলেম হবে সরাসরি ক্লাসে জয়েন করে সাপোর্ট নিতে হবে ।

০৮। ক্লাসে জয়েন করার পূর্ব প্রস্তুতি হিসেবে ল্যাপটপ ও ডাটা কানেকশন ঠিক রাখতে হবে ।

০৯। নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং কোনভাবেই আমাদেরকে না জানিয়ে তিন দিনের বেশি ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না । তাহলে এডমিশন যেকোনো সময় বাতিল হতে পারে ।